টাঙ্গাইলে ১১ বছর আগে এক যুবক হত্যা মামলায় ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। টাঙ্গাইলের বিশেষ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান রোববার এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবনের পাশাপাশি বিচারক প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে অপরাধ প্রমাণ না হওয়ায় এ মামলায় পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হিলোরা গ্রামে। তারা আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণ থেকে জানা যায়, মির্জাপুর উপজেলার ময়রা ইউনিয়নের হাড়ভাঙ্গা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ২০০৬ সালের ৫ মে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে তোফাজ্জল হোসেনকে (৩৫) হত্যা করে। ওইদিন নিহতের ভাই গোলাম কিবরিয়া ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।