ফ্লোরিডায় একটি দোকান পুড়িয়ে দেয়ার চেষ্টা করেছে ৬৪ বছর বয়সী এক মার্কিনি। তার ধারণা ছিল ওই দোকানের মালিক মুসলিম। তাই সে এতে অগ্নিসংযোগ করতে গিয়েছিল। সিএনএন’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে এএনআই। এতে বলা হয়েছে, এ ঘটনার মধ্য দিয়েই ফুটে উঠেছে যুক্তরাষ্ট্রে কিভাবে ভয়াবহভাবে বর্ণবাদ বা জাতিবিদ্বেষী মনোভাব বৃদ্ধি পাচ্ছে। সেন্ট লুসি কাউন্টির শেরিফ কেন মাসকারা বলেছেন, অভিযুক্ত ওই ব্যক্তির নাম রিচার্ড লয়েড। সে স্বীকার করেছে, সে আরবদের যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দিতে চায়। তাই সে পোর্ট সেন্ট লুসিতে ওই স্টোরের সামনে কিছু খরকুটো জড়ো করে। এরপর তাতে আগুন ধরিয়ে দেয়। রিচার্ড লয়েডের বিরুদ্ধে অগ্নিসংযোগ বিষয়ক ফার্স্ট-ডিগ্রি অভিযোগ গঠন করা হয়েছে। তাকে ৩০ হাজার ডলারের বন্ড উপেক্ষা করে রাখা হয়েছে সেন্ট লুসি কাউন্টি জেলে। সেখানে রিচার্ড লয়েড গোয়েন্দাদের বলেছে, সে ভেবেছিল ওই দোকানের মালিক মুসলিম। মুসলিমরা মধ্যপ্রাচ্যে যা করছে তার জন্য সে উত্তেজিত। তাই সে এমন কাজ করেছে। কিন্তু প্রকৃতপক্ষে ওই দোকানের মালিক ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিনি।