রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বসার ধরন দেখে বুঝে নিন চরিত্র

Slider লাইফস্টাইল সামাজিক যোগাযোগ সঙ্গী

image

 

 

 

 

 

 

 

আপনি সচরাচর কী ভাবে বসেন? ঠিক মনে করতে পারছেন না তো? বসার সময় কী আর খেয়াল থাকে। আসলে আমরা কেউই কোনও এক ভাবে বসি না। নানা সময় সুবিধা অনুযায়ী নানা ভাবে বসে থাকি। কিন্তু তাও আমাদের সকলেরই রয়েছে কোনও একটা ফেভরিট পজিশন। যে ভাবে বসতে আমরা সবচেয়ে বেশি কমফর্টেবল এবং সেই ভাবেই অধিকাংশ সময় বসে থাকি। জেনে নিন এমনই কিছু বসার ধরনের বৈশিষ্ট্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *