ঢাকা; বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সভাপতি পদে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক পদে অপু উকিল।
আজ শনিবার রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকাল ১০টায় এ সম্মেলনের উদ্বোধন করেন। ২০০২ সালে প্রতিষ্ঠিত সংগঠন যুব মহিলা লীগের প্রথম সম্মেলন হয় ২০০৪ সালের ৫ মার্চ। ওই সম্মেলনে নাজমা আক্তার সভাপতি এবং অপু উকিল সাধারণ সম্পাদক হন।

