এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ কাবাডি ফফেডারেশনের ব্যবস্থাপনায় ঠাকুরগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি (পুরুষ) প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
শনিবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় ঠাকুরগাঁও জিলা স্কুল বড়মাঠে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ বলেন, দেশে কাবাডির উন্নয়নে বাংলাদেশ পুলিশ অবদান রেখে চলেছে। ঠাকুরগাঁওয়ে কাবাডির উন্নয়নে যেকোন উদ্যোগ গ্রহণে পুলিশ সর্বদা বদ্ধ পরিকর।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলামসহ আরও অনেকে।
উদ্বোধনী ম্যাচে রাণীশংকৈল খেলোয়াড় কল্যাণ সমিতির মুখোমুখি হয় হরিপুর উপজেলা ক্রীড়া একাডেমী।