. মিষ্টি আলু সেদ্ধ: গরম-গরম আলুভর্তা বৃষ্টির দিনের জন্য স্বস্তিদায়ক এক খাবার হতে পারে। আলুকে উচ্চ গ্লাইসেমিক ইনডেস্ক (জিআই) খাবারের মধ্যে ফেলা হয়। সাধারণত, সাদা চিনির মতো উচ্চ জিআই খাবারে হঠাৎ শক্তি বেড়ে যায় এবং এ শক্তি দ্রুত অবসাদে পরিণত হয়। অন্যদিকে, কম জিআই খাবারে দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল শক্তি থাকে শরীরে। তাই মিষ্টি আলু বেছে নিতে পারেন। শুধু সেদ্ধ করে বা পুড়িয়ে এটা ভর্তা করে খাওয়া যায়।
. স্কোয়াশ স্যুপ: বৃষ্টির শীতল দিনে কিছুটা উষ্ণতা জোগাতে পারে পুষ্টিগুণে ভরপুর স্যুপ। কিন্তু সব ধরনের স্যুপ স্বাস্থ্যের জন্য সব সময় ভালো নয়। বৃষ্টির দিনে স্কোয়াশের স্যুপ খাওয়া যেতে পারে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফলেট নামের উপাদান আছে, যা বৃষ্টির দিনের অবসাদ কাটাতে পারে।
. বার্লি চা: ধোঁয়া ওঠা এক কাপ বার্লি চা পান করার সঙ্গে সঙ্গে মন চাঙা হবে। উদ্বেগ দূর হবে। মনকে প্রশান্ত করে তুলবে। তথ্যসূত্র: র্যাপলার, নিউইয়র্ক টাইমস, এনডিটিভি।