গ্রাম বাংলা ডেস্ক: নানা বিতর্ক পেরিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরে রেকর্ডে ভাসছে সাকিব আল হাসান। এরই মধ্যে ইমরান খান, বোথামদের রেকর্ডও তিনি ছুঁয়ে উঠে এসেছেন অনন্য উচ্চতায়। এবার তাদের ছাড়িয়ে যাওয়ার পালা। তবে তৃতীয় টেস্টেও তার সামনে অপেক্ষা করলো আরও একটি ব্যক্তিগত রেকর্ড পূরণ করার সুযোগ। এই পর্যন্ত দু’টি টেস্টে একটি সেঞ্চুরি হাঁকিয়ে তার সংগ্রহ ১৬৩ রান। আর বল হাতে উইকেট নিয়েছেন ১৭টি। তিন ম্যাচের টেস্ট সিরিজে শেষ ম্যাচটিতে আর মাত্র ৮৭ রান ও ৩টি উইকেট নিতে পারলে তিনি প্রবেশ করবেন সেই রেকর্ডে। অলরাউন্ডারদের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম বাংলাদেশী হিসেবে ২৫০ রান ও ২০টি উইকেটের মালিক হবেন তিনি। এর মধ্যে যারা এমনটি করেছেন সেটি ছিল সর্বনিন্ম পাঁচ ও ছয় ম্যাচের টেস্ট সিরিজে। কিন্তু সাকিব সেই মাইল ফলক ছুঁয়ে ফেলতে পারবেন মাত্র তিন টেস্টেই।
বিদেশী লীগেও নিষেধাজ্ঞা কাটছে সাকিবের
স্পোর্টস ডেস্ক
সুখবর-বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য। বিদেশী লীগে তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠতে চলেছে। এখন আপিল করলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার নিষেধাজ্ঞা তুলে নিতে পারে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। সাকিবের আচরণে খুশি হয়েই বিসিবি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। দুবাইয়ে আইসিসি’র মিটিং শেষে দেশে ফিরে তিনি এমন ইঙ্গিত দিয়েছেন। গত ৭ই জুলাই শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাকিবকে দেশে ছয় মাস এবং দেশের বাইরে যে কোন লীগে দেড় বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবি। এ হিসাবে আগামী বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরের যে কোন লীগে তার খেলার বৈধতা ছিল না। এ বছরের শুরুতে বিসিবি’র অনাপত্তিপত্র না নিয়ে ক্যারিবীয় ক্রিকেট লীগ (সিপিএল) খেলার উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলেন সাকিব। ফলে নিয়ম ভঙ্গের অভিযোগে তার ওপর নেমে আসে এই শাস্তির খড়গ। সম্প্রতি দেশের ভেতরের ছয় মাস নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন সাকিব। প্রত্যাবর্তন সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টেস্টে তিনি নেন ১৭ উইকেট। আর খুলনার দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট নিয়ে ইয়ান বোথাম ও ইমরান খানের পাশে বসেন সাকিব।