তামিম-ইমরুলে এগুচ্ছে বাংলাদেশ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

 

49893_un
গ্রাম বাংলা ডেস্ক: সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করছে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে অবধি কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ৯১ রান। ব্যাট করছেন তামিম ইকবাল (৪৪) ও ইমরুল কায়েস (৪১)। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ম্যাচটি। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টেও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। দ্বিতীয় টেস্টের দল থেকে বাংলাদেশ দলে ২টি পরিবর্তন হয়েছে। পেসার শাহাদাত হোসেনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শফিউল ইসলাম, এ ছাড়া ১৪ জনের দলে সুযোগ পাওয়া ইমরুল কায়েস তৃতীয় টেস্টে খেলার সুযোগ পেয়েছেন। অন্যদিকে জিম্বাবুয়ে দলেও হয়েছে ২টি পরিবর্তন- ম্যালকম ওয়ালার ও তেন্দাই চাতারা দল থেকে বাদ পড়েছেন। ৩ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে ইতোমধ্যে। বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কাযেস, মুমিনুল হক, শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ, জুবায়ের হোসেন লিখন, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম। জিম্বাবুয়ে দল : ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, ব্রায়ান চারি, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতমবামি, ক্রেইগ আরভিন, এল্টন চিগুম্বুরা, রেজিস চাকাভা, তিনাশে পানিয়াঙ্গারা, নাতশাই মুশাঙ্গুয়ে, শিঙ্গি মাসাকাদজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *