গ্রাম বাংলা ডেস্ক: ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কারের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের বিক্ষোভ করছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ পাওয়া পদবঞ্চিত সাত নেতা জবাব দিতে কার্যালয়ের হাজির হয়েছেন। আজ বিকাল চারটার দিকে পদবঞ্চিত নেতারা মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে কার্যালয়ের সামনে জড়ো হন। তারা তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। এছাড়া বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে তাদের বহিষ্কারের দাবি জানান পদবঞ্চিতরা। উল্লেখ্য, গতকাল দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে ছাত্রদলের তিন বিদ্রোহী নেতাকে বহিষ্কার ও সাত নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন- ছাত্রদলের সাবেক কমিটির সহ-সভাপতি আবু সাঈদ, টুকু-আলিম কমিটির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন ও বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজ। শোকজ প্রাপ্তরা হলেনÑ জাভেদ হাসান স্বাধীন, তরুণ দে, তারিকুল ইসলাম টিটু, ফেরদৌস মুন্না, রাকিবুল ইসলাম রয়েল, জাকির হোসেন বাবু, নাহিদুল ইসলাম নাহিদ।