গ্রাম বাংলা ডেস্ক: জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকরের বিষয়ে সরকার সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশের আইজির সঙ্গে বৈঠক করেন তিনি। তবে বৈঠকে রায় কার্যকর নিয়ে কোন আলোচনা হয়নি বলে মন্ত্রী জানান। গতকাল এর্টনি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, রায় কার্যকরে কিছুটা বিলম্ব হতে পারে, সময় লাগতে পারে। এর আগে আইনমন্ত্রী এবং এর্টনি জেনারেল দ্রুত রায় কার্যকরের কথা জানিয়েছিলেন। আইনমন্ত্রী বলেছিলেন, রায় জানার পর থেকে কামারুজ্জামানের মার্সি পিটিশন দেয়ার সাত দিনের সময় শুরু হবে। আর এর্টনি জেনারেল বলেছিলেন, কামারুজ্জামানের ক্ষেত্রে রিভিউ আবেদনের সুযোগ নেই। তাই দ্রুতই রায় কার্যকর করা যাবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগও মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।