সিরাজগঞ্জ প্রতিনিধি; আকাশে ঘনকুয়াশার কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী হেলিকপ্টার সিরাজগঞ্জে জরুরী অবতরণ করেছিল। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউপির খিরশিং এলাকার একটি আবাদি জমিতে হেলিকপ্টারটি অবতরণ করে বলে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান জানান। তিনি বলেন, জেলা প্রশাসকের মাধ্যমে সংবাদ পেয়ে আমি নিজে তাড়াশ থানা পুলিশকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হই। হেলিকপ্টারটি ঢাকা থেকে নওগাঁ যাবার পথে তাড়াশের আকাশে ঘনকুয়াশার কারনে ঘটনাস্থলে অবতরণ করে। সেটিতে কোন যান্ত্রিক ক্রটি হয়নি বলে জেনেছি। কুয়াশা না কাটা পর্যন্ত মন্ত্রী হেলিকপ্টার থেকে নেমে আশপাশের এলাকায় অবস্থান করেন। পরিস্থিতি স্বভাবিক হলে আধা ঘন্টার ব্যবধানে হেলিকপ্টারটি আবারও উড্ডয়ন করে চলে যায়।
হেলিকপ্টারটি জরুরী অবতরণ করায় স্থানীয় লোকজন সেখানে ভিড় করে। খবর পেয়ে সংবাদকর্মীরা ও দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হলেও কারও সাথেই মন্ত্রীর সাক্ষাত হয়নি। এসময় আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি সেতু মন্ত্রীর সঙ্গে ছিলেন। আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় যোগদানের জন্য ওবায়দুল কাদের নওগাঁয় যাচ্ছিলেন।