তুমি আছো, তুমি নেই
—————–মুন্সি দরুদ মহম্মদ ওয়েছ
সবুজ আছে, অবুঝ মন নেই
বইমেলা আছে, পুরানো স্মৃতি নেই
বইয়ের পাতায় কবিতা আছে
বইয়ের পাতায় অ-আ আছে, সুখ নেই
বইয়ের পাতায় শহীদী ভাষা আছে
বইয়ের বুকে কবি তুমি আছো
শত কবিতার ভিঁড়ে কবি তুমি নেই ।
তোমার বাংলা আছে, প্রিয়জন আছে
বইমেলায় বই আছে কিন্তু আমি নেই
তাই, তুমি আছো, তুমি নেই ।
ফুল মমি
———-মুন্সি দরুদ মহম্মদ ওয়েছ
ফুল দিয়ে সঙ্কল্প করোনি
ফুল হয়ে হৃদয়ে বাঁসা বেঁধে ছিলে
ভুলে ঝরল ফুল প্রেম,
ফুল হাতে দাঁড়িয়ে থাকো
কিন্তু ফুল দিতে চাও না
ফুল পাষাণ হয়েছ।
ভুল ভেঙে এসো
রাখবো টেবিলে সাজিয়ে
করব ফুল মমি।