প্রধানমন্ত্রী জাকার্তা যাচ্ছেন

Slider জাতীয়

56240_b3

 

ঢাকা; ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)’র ২০তম বার্ষিকীতে আয়োজিত শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাকার্তা যাচ্ছেন আজ।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। জানিয়েছেন, প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০৮৬) সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে জাকার্তার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল ৩টায় জাকার্তার হালিম পারদনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জাকার্তায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল আজমল কবির এবং ইন্দোনেশিয়ায় সরকারের প্রতিনিধিরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে রাজধানী জাকার্তার বিশেষ অঞ্চল সেন্ট্রাল জাকার্তা সিটির হোটেল সাংগ্রিলায় নিয়ে যাওয়া হবে। ইন্দোনেশিয়া সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রী তার সফরের প্রথম দিনে জাকার্তা কনভেনশন সেন্টারের (জেসিসি) প্লিনারি হলে লিডার্স ওয়েলকামিং ডিনারে অংশ নেবেন। মঙ্গলবার শেখ হাসিনা জাকার্তা কনভেনশন  সেন্টারে সকালে অ্যাসেম্বলি হল ৩-এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি সম্মেলনের ‘অ্যাডপশন অব দ্য এজেন্ডা অ্যান্ড প্রোগ্রাম  অব ওয়ার্ক’ বিষয়ক ওপেনিং অধিবেশনে যোগ দেবেন। উদ্বোধনী অধিবেশনের পরে সম্মেলনের প্রতিবেদনগুলোর সারসংক্ষেপ অধিবেশন এবং ‘অ্যাডপশন অ্যান্ড সাইনিং অব আউটকাম ডকুমেন্ট অব সামিট’ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী দু’টি অধিবেশনেই যোগ দেবেন।  শেখ হাসিনা ‘স্ট্রেংদেনিং মেরিটাইম কো-অপারেশন ফর এ পিসফুল, স্টেবল অ্যান্ড  প্রোপারাস ইন্ডিয়ান ওশান রিম’ শীর্ষক এক সাধারণ ডিবেট অধিবেশনে অংশ নেবেন। এছাড়া প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেবেন শেখ হাসিনা। সম্মেলনের সমাপনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনেও তার যোগদানের কথা রয়েছে। তিন দিনের সফর শেষে বুধবার শেখ হাসিনা জাকার্তার হালিম পারদনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে রওনা করবেন। তাকে বহনকারী বিশেষ বিমানটি একই দিন বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  পৌঁছবে। উল্লেখ্য, ভারত মহাসাগরের তীরবর্তী ২১টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা আইওআরএ’র আসন্ন সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরের জন্য সমুদ্র সহযোগিতা  জোরদার’। নির্ধারিত থিমের ওই আলোচনা ছাড়াও সেই সম্মেলন সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতৃত্ব, ৭ ডায়ালগ পার্টনার এবং আমন্ত্রিত অতিথিদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও ঘনিষ্ঠতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনটি ১৯৯৫ সাল থেকে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সেতুবন্ধন সুদৃঢ় করার কাজ করছে। বর্র্তমানে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কমোরোস, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাসকার, মালয়েশিয়া, মরিশাস, মোজাম্বিক, ওমান, সিসিলি, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন ওই জোটের সদস্য। এছাড়া ৭ ডায়ালগ পার্টনারের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও মিশর। মরিশাসের ইবেনিনে এর সমন্বয় সচিবালয় অবস্থিত। সম্মেলনের বিষয়ে শনিবার জাকার্তার অন্তরা নিউজ ডটকমের এক প্রতিবেদনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, দক্ষিণ আফ্রিকার  প্রেসিডেন্ট জ্যাকব জুমা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাসহ মোট ১৬ জন  প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সম্মেলনে যোগদানের তথ্য নিশ্চিত করা হয়েছে। আর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরের জন্য সমুদ্র সহযোগিতা জোরদার’ শীর্ষক মূল থিমের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে গুরুত্বপূর্ণ বক্তৃতা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *