স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের দুইদিন ব্যাপি ১ম বার্ষিকীর সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি দিনে বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পুরাতন ডিসিকোর্ট চত্তরের মুক্তমন্ছে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এ আয়োজন করে।
পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়িদের হাতে পুরস্কার তুলেদেন স্কলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক জনাব মাহাবুব আলম তালুকদার।
ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিকের সভাপতিত্তে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু ইউসুফ মোঃ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক/শিক্ষা ও আইটিসি) আব্দুর রউফ মন্ডল, সহকারী কমিশনার(নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাফর সাদিক চৌধরি ও সুপ্রভাত চাকমা।
পুরস্কার বিতরণি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপ-অধ্যক্ষ আমিনুল ইসলাম, গনিত বিভাগের সহকারি শিক্ষক তরিকুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক মাহবুব আলইম ও বাংলা বিভাগের সহকারি শিক্ষক আব্দুস সালাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক মাসুদ রানা,ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক ফারুক হোসেন, গনিত বিভাগের সহকারি শিক্ষক ডালিম হোসেন, বাংলা বিভাগের সহকারি শিক্ষক আঁখি বিশ্বাস, গনিত বিভাগের সহকারি শিক্ষক জাকিয়া শবনম, বাংলা বিভাগের সহকারি শিক্ষক ফারজানা রুমা ও ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক মামুন হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মহোদ্বয় বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেন।