স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: ফিটনেস বিহীন গাড়ি ছাড়িয়ে নিতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের বরাত দিয়ে ভূয়া মানবাধিকার কর্মী পরিচয়ে তদ্বির করায় সাথী আক্তার(৪৫) নামে এক নারী আটক হয়েছেন।
আটককৃতের স্বামীর নাম সেনাবাহিনীর অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার শাহাদাৎ হোসেন। তিনি গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় বাসা ভাড়া করে থাকেন। তবে পুলিশ বলছে তিনি এখন স্বামীর সঙ্গে থাকেন না।
সোমবার দুপুরে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় ওই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সারাদেশে ফিটনেস বিহীন গাড়ি সনাক্ত করণের অভিযান চলমান অবস্থায় ওই নারী নিজেকে মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে একটি জব্দকৃত গাড়ি ছাড়িয়ে নিতে তদ্বির করেন। এসময় তিনি নিজেকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের কর্মী পরিচয় দিয়ে ড. মিজানুর রহমানকে মোবাইলে ফোন করেন। ওই ফোনে পুলিশ কথা বলে জানতে পারেন মোবাইলের অপর প্রান্তের লোকটি ঢাকার গুলিস্তান এলাকার অন্য এক লোক। এরপর ওই নারীর পরিচয়পত্র জব্দ করে তাকে থানায় পাঠানো হয়।
ভূয়া মানবাধিকার কর্মী আটককারী গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার(এএসপি) সাখাওয়াত হোসেন বলেছেন, ওই নারী ভূয়া মানবাধিকার কর্মী। তাকে আটক করে থানায় দেয়া হয়েছে।