‘খুব তোড়জোড়ে আছি’

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

images

 

 

 

 

টিভি পর্দায় নিয়মিত কাজ করে যাচ্ছেন মডেল-অভিনেত্রী এ্যানি খান। অভিনয়, উপস্থাপনা ও মডেলিং-মিডিয়ার এ তিনটি ক্ষেত্রেই সরব তিনি। টিভি সেটের সামনে বসলে হরহামেশাই দেখা মেলে এ পর্দা কন্যার। নিজের ব্যস্ততা প্রসঙ্গে এ্যানি বলেন, প্রচন্ড দৌঁড়ের উপর আছি। গত কয়েকদিন টানা শুটিং ছিল। এর মধ্যে নতুন একটি রান্নার অনুষ্ঠানের কাজ শুরু করেছি। এর শুটিং হয়েছে কক্সবাজার, বান্দরবান সহ আরো কয়েকটি জেলায়। রান্না বিষয়ক অনুষ্ঠানের ধরণ আগে থেকেই আমরা একই দেখে আসছি। তবে এটি একটু ভিন্ন ধাঁচের বলেই আমার মনে হয়েছে। ‘গ্লিটের রান্নাঘর’ নামের এ অনুষ্ঠানটি ছাড়া বেশ কিছু ধারাবাহিকেও অভিনয় করছেন এ্যানি।  এ মহূর্তে চ্যানেল নাইনের ‘আগুন আল্পনা’, এসএ টিভির ‘পরম্পরা’- প্রচার চলতি এ ধারাবাহিক দুটোতে অভিনয় করছেন তিনি। এছাড়া ওয়ালিদ হাসানের ‘জলে ভেজা রঙ’, ‘অন্ধকারে অন্তরালে’, কায়সার আহমেদের ‘ফুলকি’ এবং ‘ছোট বউ’ ও ‘চাপাবাজ’ নামের নতুন ধারাবাহিকগুলোর কাজ শুরু করেছেন এই মডেল-অভিনেত্রী। নাটকের পাশাপাশি বিজ্ঞাপনে মডেলিংয়ের কাজও চলছে এ্যানির। ওভালটিনের বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন তিনি। পি স্পুনের নির্দেশনায় এর শুটিং হয়েছে থাইল্যান্ডে। এ প্রসঙ্গে এ্যানি বলেন, এটি আমার ক্যারিয়ারের অন্যরকম এক ভালোলাগার কাজ। এর আগেও পেপসোডেন্ট-এর বিজ্ঞাপনের মডেল হয়েছিলাম। কিন্তু নতুন এ কাজটির অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। এছাড়া স্বপন কিবরিয়ার নির্দেশনায় একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনের শুটিংও শেষ করেছেন এ্যানি। আরও কিছু নতুন বিজ্ঞাপনচিত্রের শুটিং হাতে রয়েছে বলে জানান তিনি। এসবের পাশাপাশি এশিয়ান টিভির সেলিব্রিটি শো ‘টি টাইম ব্রেক’ ও এসএ টিভির রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান ‘শাইন অন’-এর সঞ্চালনার দায়িত্ব পালন করছেন নিয়মিত। ক্যামেরার সঙ্গে তার সখ্য সেই ছোটবেলা থেকে। ক্লাস থ্রিতেই ফু ওয়াং ফুডসের একটি বিজ্ঞাপনে মডেল হন এ্যানি। এরপর একাধিক ছোটদের বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচনায় উঠে আসেন। তখন অবশ্য আলোচনার ব্যাপারটি হয়তো তেমন বুঝতে পারতেন না তিনি। সময়ের পরিক্রমায় মিডিয়ার বিভিন্ন কাজের সঙ্গেই বেড়ে উঠেছেন এ্যানি। বড় হয়ে প্রথম বিজ্ঞাপন করেন বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা তারিক আনামের সঙ্গে। তখন এসএসসিতে পড়ছিলেন। হুইল সাবানের একটি বিজ্ঞাপনের মডেল হয়ে নিজেকে ভালোভাবেই মেলে ধরেন। এ্যানি বলেন, ছোটবেলায় কাজটা অত বুঝতাম না। তবে বিজ্ঞাপনের কাজ করতে আমার ভালো লাগতো। বিশেষ করে ক্যামেরার সামনে দাঁড়ানোর ব্যাপারটা উপভোগ করতাম। সেই যে শুরু হলো। এখন মাঝে মাঝে বিরক্ত হই। এত এত কাজ ভালো লাগে না। এদিকে মধ্যে  বেশ লম্বা সময়ের একটা বিরতিতে ছিলেন এ্যানি। এখন আবার নিয়মিত হয়েছেন। এখন সকাল থেকে রাত পর্যন্ত শুটিং নিয়েই পড়ে থাকতে হয় তাকে। অবসর পান না বলেই চলে। প্রসঙ্গক্রমে এ্যানি বলেন, সারাদিন শুটিংয়ে পড়ে থাকতে হয়। অনেক সময় রাত পর্যন্ত চলে কাজ। খুব খারাপ লাগে। তবে সেটার সঙ্গে মানিয়ে নিয়েছি। মাঝে মাঝে খারাপ লাগাটাকে ভালোলাগায় পরিণত করে ফেলি। এভাবেই কেটে যাচ্ছে আমার ব্যস্ত জীবন। টিভি নাটক ও বিজ্ঞাপনের পাশাপাশি একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এ্যানি। ‘ভালোবাসার রংধনু’ নামের এ ছবিটির কাজ শেষ হওয়ার কয়েক বছর পরও মুক্তির দেখা নেই। তাই চলচ্চিত্র নিয়ে খুব একটা উচ্ছ্বাস নেই এ্যানির মাঝে। তিনি বলেন, সেই কবে ছবিটির কাজ করেছি। মুক্তির আশা ছেড়েই দিয়েছি। আর আমার এখন আর কোনো ইচ্ছা নেই চলচ্চিত্রের ব্যাপারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *