‘নিবন্ধন বাতিলের ভয়ে প্রহসনের নির্বাচনে অংশ নেবেনা বিএনপি’

Slider রাজনীতি

 

55879_lead
ঢাকা; নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিলের ভয়ে বিএনপি প্রহসনের নির্বাচনের ফাঁদে পা দেবে না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। আজ রাজধানীতে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, বিএনপিকে আগামী নির্বাচনে আসতে হবে নতুবা নিবন্ধন বাতিল হবে- এই ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের (বর্তমান সরকার) প্রহসনমূলক নির্বাচনের ফাঁদে বিএনপি পা দেবে না। যে কেনো মূল্যে তা প্রতিহত করা হবে। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী সংগ্রামী দলের উদ্যোগে পুরানা পল্টনে বাংলাদেশে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব আলোচনা সভায় আরও বলেন, নির্বাচনকালীন সরকার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকলে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে, একটি সর্বদলীয় সরকার হবে, যে নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।
খন্দকার মাহবুব বলেন, সরকার যতই নির্বাচন কমিশন গঠন করুক, নির্বাচনকালীন সময়ে সরকার যদি নিরপেক্ষ না হয়, তাহলে সেই নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সংবিধানে নির্বাচন কমিশনের যতই ক্ষমতা থাকুক না কেন, তারা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না, অতীতের নির্বাচনগুলোতে আমরা তা বুঝেছি। আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হলেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনে নিরপেক্ষ থাকবে- তা ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, সরকার পরিবর্তনের নির্বাচনের সময়ে কোন সরকার থাকবে, তার ওপর নির্ভর করবে নির্বাচন কমিশনের কার্যক্রম।
সংগঠনের সভানেত্রী ফারহানা জাহান নীপার সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এই আলোচনা সভায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *