কেমন হবে নতুন আইফোন? প্রযুক্তি বিশ্ব অপেক্ষায় আছে নতুন আইফোনের। এ বছরের শেষ দিকে নতুন আইফোনের ঘোষণা দেবে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ধারণা করা হচ্ছে, এবারে নতুন নকশার আইফোনের দেখা মিলবে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এবারে বাঁকানো ডিসপ্লেযুক্ত আইফোন দেখতে পাবে প্রযুক্তিবিশ্ব। এর নাম হতে পারে আইফোন ৮।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডারের তথ্য অনুযায়ী, বাঁকানো ডিসপ্লেযুক্ত ডিভাইস তৈরির পেটেন্টের জন্য আবেদন করেছে অ্যাপল। মোবাইলপ্রেমীদের মনে অ্যাপলের নতুন আইফোন নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে। গুঞ্জন উঠেছে, আইফোন ৮-এ বেজেল বা কোনাবিহীন ওএলইডি ডিসপ্লে থাকবে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক বেশ কয়েকটি ওয়েবসাইটে বলা হয়েছে, আইফোন ৮-এ যে ওএলডি ডিসপ্লে ব্যবহার করা হবে তা হবে বাঁকানো।
নতুন স্মার্টফোনের ডিসপ্লের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত করতে পারে অ্যাপল।
অ্যাপল কর্তৃপক্ষ অবশ্য নতুন আইফোন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।