গ্রাম বাংলা ডেস্ক: এক নারীকে বিবস্ত্র করে, মুখে কালি মাখিয়ে গাধার পিঠে চাপিয়ে ঘুরাল পশ্চিমবঙ্গের রাজসমন্দ জেলার এক আদিবাসী সম্প্রদায়ের পঞ্চায়েত সমিতি। ওই নারীর বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠায় এই সাজা শুনায় স্থানীয় পঞ্চায়েত। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ভারতের একটি নিউজ পোর্টাল এ খবর জানিয়েছে।
ঘটনার শিকার ওই নারীর স্বামী পুলিশে অভিযোগ দায়ের করায় ঘটনাটি প্রকাশ্যে আসে।
এ ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা থুরুল গ্রামের বাসিন্দা। যাদের মধ্যে নয়জনই ওই নারীর আত্মীয় বলে জানা গেছে।
এলাকার পুলিশ সুপার জানান, গ্রামে যে একটা খুন হয়েছে তা জানতামই না। পুলিশের সন্দেহ, মৃতের চাচী এই খুন করেছে। পরে নিজেকে বাঁচাতে দায় চাপিয়েছে ওই নারীর ওপর।