ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগরে পৃথক ঘটনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের একজন ডাকাত ও অপরজন মাদক ব্যবসায়ী বলে পুলিশের দাবি। এ ঘটনায় ৪ সাব ইন্সপেক্টর ও ২ কনষ্টেবল আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নিহত দু-জন হচ্ছে বুলবুল মিয়া ওরফে বুইল্লা (৪০) ও নুরুল ইসলাম (৪২)। পুলিশ জানিয়েছে, তাদের দু-জনের বিরুদ্ধে ৫টি করে মামলা রয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, বুধবার গভীর রাতে বিজয়নগর উপজেলার খেতাবাড়ি এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বুলবুল ডাকাত নিহত হয়। বুলবুল তার দলবল নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলো। গোয়েন্দা পুলিশের গাড়ি দেখে ডাকাতদল তাতে হামলা চালায়। এসময় ডাকাতদের গুলি লেগে বুইল্লা গুরুতর আহত হয়। পরে জেলা সদর হাসপাতালে পাঠানোর পর সে মারা যায়। তার বাড়ি চান্দুরা ইউনিয়নের কালীসীমা গ্রামে। তার পিতার নাম ফজলুল হক। একই রাতে বিজয়নগর থানা পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ী নূরুল ইসলাম প্রকাশকে নিয়ে মাদক উদ্ধারে সিংগারবিলের নলগড়িয়া গ্রামে গেলে তার সঙ্গীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় তাদের পক্ষের গুলিতেই নূরুল ইসলাম গুরুতর আহত হয়। ওই সময় ৪ সাব ইন্সপেক্টর ও ২ কনষ্টেবলসহ ৬ পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২০ কেজি গাজা,১টি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ২টি রামদা ও ৩টি ছোরা উদ্ধার করে। নিহত দু-জনের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। নূরুল ইসলাম মেরাশানী গ্রামের আলফাজ আলীর ছেলে।