বার্সেলোনার কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন লুইস এনরিকে। চলতি মৌসুম শেষেই তিনি দায়িত্ব ছাড়বেন বলে জানিয়ে দিলেন। ৪৬ বছর বয়সী এ স্পানিয়ার্ড এই নিযে তৃতীয় মৌসুম বার্সেলোনার কোচের দায়িত্ব পালন করছেন। প্রথম মৌসুমেই ক্লাবটিকে ট্রেবল শিরোপা জেতান। গত মৌসুমে জেতান ঘরোয়া দুই শিরোপা- স্প্যানিশ লা-লিগা ও কোপা দেল রে’। কিন্তু সম্প্রতি তার সঙ্গে ক্লাব ও খেলোয়াড়দের দ্বন্দ্বের খবর পাওয়া যাচ্ছিল। বিশেষকরে দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসির সঙ্গে তার বনিবনা হচ্ছিল না বলে খবরে জানা যায়। এরই মধ্যে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলোর প্রথম লেগে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) কাছে বার্সেলোনা ৪-০ গোলে বিধ্বস্ত হয়। তখন তার থেকে তার বার্সেলোনা ছাড়ার গুঞ্জন প্রকট হয়। আর শেষ পর্যন্ত সেই গুঞ্জনটাই সত্যি হলো। বুধবার স্প্যানিশ লা-লিগায় স্পোর্টিং গিহনকে কাতালানরা ৬-১ গোলে হারিয়েছে। রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে তারা। তারপরই বার্সেলোনার কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন এনরিকে। বলেন, ‘চলতি মৌসুম শেষেই আমি আর বার্সেলোনার কোচ থাকছি না। আমার ওপর আস্থা রাখার জন্য ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ। খেলোয়াড়দেরকে ধন্যবাদ দিতে চাই। আমি একটু বিশ্রাম চাই।’