গ্রাম বাংলা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ে (চবি) ছাত্রলীগের কর্মীরা শাটল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ ঘটে। আজ সোমবার সকাল থেকে ছাত্রলীগকর্মীরা নগরীর বিভিন্ন এলাকার সড়ক ও ষোলশহর এলাকায় রেললাইন অবরোধ করে।
ষোলশহর স্টেশন মাস্টার এমডি শাহাবুদ্দিন জানান, সকাল থেকে বিশ্ববিদ্যালের কোনো ট্রেন ছেড়ে যায়নি। ছাত্রলীগের অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
ষোলশহর জিআরপি পুলিশ ফাঁড়ির এএসআই আরব আলী জানান, ছাত্রলীগকর্মীরা অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে।
এর আগে গতকাল রোববার ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) গ্রুপের সদস্যরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক যুগ্মসচিব ও সুমন-মামুন গ্রুপের সদস্য মিথুন চৌধুরীর ওপর হামলা করে। মিথুন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র। এ ঘটনায় গতকাল সুমন-মামুন গ্রুপ তিন ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন অবরোধ করে।
এ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহরিয়ার শুভ (ইংরেজি বিভাগ) ও জুবায়ের (ব্যবস্থাপনা বিভাগ) নামে ছাত্রলীগের দুই কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।