গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি’র দুই ঘন্টার অবস্থান কর্মসূচি

Slider জাতীয়

55718_Bnp-2

 

ঢাকা; গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি শুরু হয়। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে প্ল্যাকার্ড হাতে বিএনপির কয়েক শ’ নেতা-কর্মী এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর নাসির, জয়নাল আবেদীন, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও শামা ওবায়েদসহ কেন্দ্রীয় এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন প্রতিবাদ কর্মসূচিতে। এদিকে বিএনপির এ কর্মসূচি ঘিরে সকাল থেকেই রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মৌনভাবে দাঁড়িয়ে এই গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে বিএনপি। চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলার একসঙ্গে শান্তিপূর্ণভাবে এই অবস্থান কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা। গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম দুই দফায় বাড়ানোর ঘোষণা দেয়। যার প্রথম দফা কার্যকর হয়েছে বুধবার থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *