লালমনিরহাটের হাতীবান্ধায় চাউল কলের বয়লার বিস্ফোরণ, ২ নারী শ্রমিক আহত

Slider গ্রাম বাংলা
17093878_634516226734289_174630010_n
এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় চাউলকলের বয়লার বিস্ফোরণে রাহিলা বেগম (৩৫) ও রেহানা বেগম (৪৫) নামের ২ নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মধ্য রাতে বড়খাতা এলাকায় আলহাজ্ব হাছেন আলী মেম্বারের চাউলকলে বয়লার বিস্ফোরণের এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বড়খাতার ঐ চাউল কলটি আব্দুল আজিজ মিয়া ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত চাতাল ব্যবসা পরিচালনা করে আসছেন। মঙ্গলবার রাতে ধান গ্যাস করাবস্থায় আকর্ষিকভাবে বয়লার বিস্ফরণ ঘটে। এতে ঐ দুই নারী শ্রমিক গুরুতর ভাবে আহত হয়। তাদেরকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল ও কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে চাতালের মালিক হাছান আলী মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মিলের মালিক আমি হলেও দীর্ঘদিন যাবত আমার ব্যবসা কার্যক্রম বন্ধ থাকায় বর্তমান আব্দুল আজিজ মিল চাতালটি ভাড়া নিয়ে ব্যবহার করছেন। অপরদিকে বর্তমান ভাড়াটিয়া চাতাল মালিক আব্দুল আজিজের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে আর কোন কথা বলতে রাজি না হয়ে ফোনটির লাইন কেটে দেন। বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *