ফাইনালে খেলবে না কোয়েটার বিদেশি খেলোয়াড়রা

Slider খেলা

 

55605_Pitersen

 

 

 

 

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দ্বিতীয় আসরের ফাইনাল নিশ্চিত করেছে কোয়েটা গ্লাডিয়েটর্স। আরেক ফাইনালিস্ট নিশ্চিত হবে শুক্রবার। এবারের ফাইনাল হবে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ফাইনালের আগে মাঠের চারপাশে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিজেদের মাঠে পাকিস্তানের খেলোয়াড়দের ফাইনাল খেলতে কোনো প্রশ্ন নেই। কিন্তু বিদেশি খেলোয়াড়দের অনেক প্রশ্ন। ফাইনালে ওঠা কোয়েটা গ্লাডিয়েটর্সে বেশ কয়েকজন বড় বিদেশি খেলোয়াড় রয়েছেন। তাদের প্রায় সবাই লাহোরে ফাইনাল খেলতে যাচ্ছেন না বলে জানিয়ে দিলেন। বিদেশি খেলোয়াড়দের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছে পিএসএলের আয়োজকরা। এমন কি লাহোরে ফাইনাল খেলতে গেলে প্রতি খেলোয়াড়কে অতিরিক্ত ১০ থেকে ৫০ হাজার ডলার অতিরিক্ত প্রদানের লোভনীয় অফারও দিয়েছে তারা। কিন্তু বিদেশি খেলোয়াড়রা লাহোরে যেতে প্রস্তুত নন। ইংল্যান্ডের কেভিন পিটারসেন, টায়মাল মিলস ও লুক রাইট খেলেন কোয়েটায়। এছাড়া দক্ষিণ আফ্রিকার রাইলি রুসোও রয়েছেন এই দলে। লাহোর ফাইনালের ব্যাপারে বেশ আগেই মন্তব্য করেন পিটারনে। তিনি তখন জানান, আগে দল ফাইনালে উঠুক তারপর সিদ্ধান্ত জানানো যাবে। তার দল ইতিমধ্যে ফাইনালে উঠেছে। ফাইনালে ওঠার পর তিনি টুইট করেন। স্পষ্ট লেখেন, ‘আমি আগামীকালই লন্ডনের উদ্দেশ্যে রওনা হবো। বিদায়, দুবাই।’ অন্যদিকে লুক রাটইটও লাহোরে না যাওয়ার বিষয়টি স্পষ্ট করেই বললেন। তিনি টুইট করেন, ‘আমি লাহোরে যাচ্ছি না। আমার একটি পরিবার রয়েছে। আমার কাছে ক্রিকেট শুধুই একটি খেলা। এটা খেলতে গিয়ে কোনো ঝুঁকি নেয়ার মানে হয় না। আসলে আমি দুঃখিত। আমি জানি, দর্শকদের জন্য এটা কষ্টকর। তবে আশা করছি, সামনে সেখানে নিরাপত্তার ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না। তখন যাওয়া যাবে।’ আর টায়মাল মিলস লেখেন, ‘কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে আমি এবং পাকিস্তানের অন্য খেলোয়াড়দের খেলার মধ্যে পার্থক্য কোথায়? যে কোনো আক্রমণে আমরা সবাই তো ঝুঁকির মধ্যে থাকবো। জীবন তো জীবনই। সেটা আমি হই আর পাকিস্তানের কেউ হোক। আমি লাহোরে সফর করছি না। তবে নিজের বাড়িতে বসে খেলা দেখবো। দলকে সমর্থন দিয়ে যাবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *