গ্রাম বাংলা ডেস্ক: রিভিউয়ের আগে প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করা হবে না বলে জানিয়েছেন জামায়াত নেতা কামারুজ্জামানের আইনজীবীরা। আজ দুপুরে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান। কামারুজ্জামানের আইনজীবী ব্যারিষ্টার নাজিব মোমেন বলেন, রিভিউ পিটিশন নিস্পত্তি হওয়ার আগে প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করা হবে না। আমরা মনে করি রিভিউ আবেদনে কামারুজ্জামান সাহেব ন্যায়বিচার পাবেন।
আরেক আইনজীবী এডভোকেট শিশির মনির বলেন, আইনমন্ত্রী জেলকোডের ৯৯১ বিধিতে ৭দিনের কথা উল্লেখ করে যে বক্তব্য দিয়েছেন তা বেআইনি ও আইনের ভুল ব্যাখ্যা। প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আইনমন্ত্রীর ওই ব্যাখ্যা থেকে সরে আসবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করবেন।
মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে মৃত্যুদ-াদেশ পাওয়া জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় গত ৩ নভেম্বর বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। চূড়ান্ত শুনানি শেষ হওয়ার দেড় মাস পর এই রায় দেওয়া হয়।