অল্পের জন্য রক্ষা পেলো মন্ত্রীকে বহনকারী লঞ্চ

Slider রাজনীতি সামাজিক যোগাযোগ সঙ্গী

images

 

 

 

 

মন্ত্রীসহ সরকারি কর্মকর্তা ও সাংবাদিক প্রতিনিধিদলকে বহনকারী একটি লঞ্চ অল্পের জন্য বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। সন্ধ্যার পর সদরঘাট থেকে পটুয়াখালীর উদ্দেশে রওনা দেয়া লঞ্চটি মুন্সিগঞ্জের কাছে একটি কার্গোকে ধাক্কা দিলে কার্গোটি ডুবে যায়। এসময় লঞ্চটিও একদিকে কাত হয়ে যায়। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রতিনিধি দলের সদস্য মানবজমিন এর সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন। দূর্ঘটনায় লঞ্চের তেমন ক্ষতি না হওয়ায় তা পটুয়াখালীর দিকে যাচ্ছে। কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন পরিদর্শন করতে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মন্ত্রণালয় ও বিটিআরসি’র কর্মকর্তা এবং সাংবাদিক মিলে ৬০ সদস্যের প্রতিনিধি দল এমভি প্রিন্স আওলাদ-৭ এ করে পটুয়াখালী যাচ্ছেন। বুধবার তাদের ল্যান্ডিং স্টেশন পরিদর্শনের কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *