অস্কারের মঞ্চে আলাদা করে সকলের নজর কেড়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। সাদা লং গাউন, স্ট্রেট হেয়ার আর ন্যুড মেকআপে রবিবার সন্ধ্যায় যাবতীয় ফোকাস কেড়ে নিয়েছিলেন তিনি। প্রিয়ঙ্কাকে অস্কার মঞ্চে দেখে বি-টাউনের অনেকেই বলছেন, হলিউডে গিয়েও নিজের ক্যারিশ্মা আলাদা করে চিনিয়ে দিচ্ছেন নায়িকা।
কিন্তু, শুধু সামনেই নয়। ব্যাকস্টেজের স্পটলাইটও ছিল তাঁর ওপরে। নায়িকার সঙ্গী ছিলেন কেলি রিপা এবং ক্রিসি তেইগান। তিন জন মিলে মজা করে জেনিফার অ্যানিস্টনের সাক্ষাত্কার নেওয়ারও চেষ্টা করেছেন। সব মিলিয়ে তুমুল এনজয় করেছেন তাঁরা। বাদ যায়নি টাকিলা শটও। সেই ভিডিও আপলোড হয়েছে ইউটিউবে। আপাতত তা ভাইরাল। সব মিলিয়ে প্রিয়ঙ্কাকে দেখে বলি মহলের একটা বড় অংশের ধারণা, হলিউডই নায়িকার পাকাপাকি ভাবে ভবিষ্যতের ঠিকানা হতে চলেছে।