গ্রাম বাংলা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে ২৪নভেম্বর পুননির্ধারণ করেছেন বিশেষ জজ আদালত। পুরান ঢাকার আলিয়া মাদরাদায় স্থাপিত তৃতীয় জজ বিশেষ আদালতের বিচারক বাসুদেব রায় এ তারিখ নির্ধারণ করেন। এ দুই মামলায় আজ হাজিরা দিয়েছেন খালেদা জিয়া। দুর্নীতির দুই মামলার চার্জ গঠনকে চ্যালেঞ্জ করে আপিল আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন উল্লেখ করে সময়ের আবেদন জানান খালেদা জিয়ার আইনজীবীরা। আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২৪ নভেম্বর পুননির্ধারণ করেন আদালত।
এর আগে সকাল ১১টায় আদালতে পৌঁছেন খালেদা। ২৬ অক্টোবর এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও হরতালে নিরাপত্তার অভাব দেখিয়ে আদালতে উপস্থিত হননি খালেদা। পরে সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়ে রবিবার পুননির্ধারণ করে খালেদাকে হাজির থাকার নির্দেশ দেন আদালত। গত ২২ সেপ্টেম্বর বাদী হারুণ-অর-রশিদের আংশিক সাক্ষ্যগ্রহণ করা হয়।