অস্ট্রেলিয়ার কাছে তিন দিনের মধ্যে প্রথম টেস্ট হারের ধাক্কা কাটিয়ে উঠতে নতুন রাস্তা নিলেন বিরাট কোহালিরা। ট্রেকিংয়ের মাধ্যমে একাত্ম হওয়া।
দ্বিতীয় টেস্ট শুরু বেঙ্গালুরুতে, পরের শনিবার। তার আগে সোমবার বিরাট, অশ্বিন-সহ বেশ কয়েক জন ক্রিকেটার বেরিয়ে পড়লেন পশ্চিমঘাট পর্বতমালায় ট্রেক করতে। পুণে শহর থেকে ৮০ কিলোমিটার দূরত্বে তামহিনি ঘাট। ভারতীয় ক্রিকেটাররা সেখানেই গেলেন সোমবার সকালে। যার পরে ছবি-সহ কোহালির টুইট, ‘‘প্রত্যেকটা দিনই আশীর্বাদ আর সুযোগ নিয়ে আসে। কৃতজ্ঞ থাকুন আর সামনে এগিয়ে চলুন।’’
শুধু ক্যাপ্টেনই নন, টুইট করেছেন তাঁর সতীর্থরাও। অজিঙ্ক রাহানে এবং উমেশ যাদব স্ত্রীদের নিয়েই গিয়েছিলেন। ছবিও টুইট করেন তাঁরা। তবে সবচেয়ে জনপ্রিয় ইনস্টাগ্রাম পোস্টটি করেছেন সম্ভবত রবীন্দ্র জাডেজা। পাহাড়ের মাথায় ভারতীয় পতাকা হাতে নিয়ে। পাহাড়ের নামটিও লিখে দেন তিনি— ‘তামহিনি ঘাট ট্রেক’। ছবিতে হ্যাসট্যাগও দেন, ‘টিম অ্যাক্টিভিটি।
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও নানা ভাবে অবসর সময়টা কাটিয়েছেন। সোমবার আবার ডেভিড ওয়ার্নার নিজের মেয়ের সঙ্গে ছবি টুইট করলেন। টুইটারে ভক্তদের নানা প্রশ্নের উত্তরও দেন তিনি। যেখানে কোহালিকে নিয়ে বলেন, ‘‘ও জিনিয়াস। ওকে কে স্লেজ করবে!’’