হোয়াইট হাউজে নিজের স্টাফদের মোবাইল ফোন চেক বা তল্লাশি করেছেন প্রেস সেক্রেটারি সিন স্পিসার। মিডিয়ার সঙ্গে সম্প্রতি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের যে দূরত্ব সৃষ্টি হয়েছে তার অংশ হিসেবে এমন পদক্ষেপ নেয়া হয়। কর্মকর্তাদের মোবাইল ফোন যাচাই করে দেখা হয় তারা সাংবাদিকদের সঙ্গে কোনো যোগাযোগ করেছেন কিনা। সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউজের অনেক তথ্য ‘লিক’ হয়ে সাংবাদিকদের কাছে চলে গেছে এবং হোয়াইট হাউজে ব্রিফিংয়ে শীর্ষ স্থানীয় মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে বাধা দেয়া হয়েছে। সিন স্পিসার গত সপ্তাহে তার অফিসে ডেকে পাঠান স্টাফদের। এরপর হোয়াইট হাউজের তথ্য ফাঁস নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট এমন সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। ওই সময়ে প্রেস সেক্রেটারি তাদেরকে জানান যে, সিগন্যাল ও কনফিডে’র মতো এনক্রিপটেড এসএমএস অ্যাপের ব্যবহার ফেডারেল রেকর্ডস অ্যাক্টের লঙ্ঘন। এরপর হোয়াইট হাউজের কাউন্সেল ডন ম্যাকগাহন উপস্থিত ছিলেন। তার সামনে স্পিসার তার স্টাফদের নির্দেশ দেন তাদের মোবাইল ফোন তার কাছে জমা দিতে, যাতে যাতে তিনি নিশ্চিত হতে পারেন তারা ওইসব অ্যাব ব্যবহার করছেন না, সাংবাদিকদের সঙ্গে গোপন যোগাযোগ নেই। এ সময় তিনি স্টাফদের তথ্য ফাঁস করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।