অনেক বাধার পর সদ্য মুক্তি পেয়েছে বিশাল ভরদ্বাজ পরিচালিক ‘রঙ্গুন’। প্রথম উইকেন্ডে বক্স অফিস সাফল্য আসেনি। এ বার আরও একটা খারাপ খবর এল টিম ‘রঙ্গুন’-এর জন্য। কারণ সইফ আলি খান, কঙ্গনা রানাউত, শাহিদ কপূর অভিনীত গোটা ছবিটাই নাকি ফাঁস হয়ে গিয়েছে অনলাইনে! এমনটাই বলছেন ইন্ডাস্ট্রির অনেকে।
ফলে ফের অনলাইন পাইরেসির শিকার হল বলিউডি ছবি। এর আগে আমির খানের ‘দঙ্গল’ এবং শাহরুখ খানের ‘রইস’-ও ফাঁস হয়ে গিয়েছিল অনলাইনে। কিন্তু, বক্স অফিসে বাণিজ্য তাতে আটকায়নি। কারণ বলি মহলের ব্যাখ্যা, বিগ বাজেট, বিগ নেম— সব মিলিয়ে এই ছবির তুলনায় প্যাকেজিংয়েই অনেক এগিয়ে ছিল আগের দু’টি ছবি। কিন্তু ‘রঙ্গুন’-এর ক্ষেত্রে ফোন, ট্যাব বা কম্পিউটার স্ক্রিনেই এখন দর্শক দেখে নিচ্ছেন ছবিটি। হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখার তেমন একটা প্রয়োজন আর তাঁদের থাকছে না।
বলিউড সূত্রে খবর, প্রথম উইকেন্ডে ২০ কোটি টাকার ব্যবসাও হয়নি। আর এ বার পাইরেসির চক্করে পড়ে চূড়ান্ত আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে টিম ‘রঙ্গুন’কে। অন্তত এমনটাই মনে করছেন বি-টাউনের একটা বিরাট অংশ।