শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি; গাজীপুরের শ্রীপুরে গতকাল সোমবার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক্স কারখানার সামনে ময়মনসিংহ গামী এনা পরিবহণের একটি বাসের ধাক্কায় সিএনজি উল্টে ৫ পরীক্ষার্থীসহ আহত হয়েছেন অন্তত ৬ জন। এসময় বিক্ষোদ্ধ জনতা বাসটিতে ভাংচুর চালিয়ে প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
আহতরা হলেন, বড়চালা দাখিল মাদ্রাসার চলতি দাখিল পরীক্ষার্থী মাজেদা,শ্রাবণী, পপি আক্তার, রুহুল আমিন ও সাব্বির রহমান। আহত সিএনজি চালকের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় দি মর্ডাণ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এনা পরিবহণের ওই বাসটি জব্দ করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে মহাসড়কের যানচলাচল স্বাভাবিক করা হয়।