গ্রাম বাংলা ডেস্ক: জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল কামারুজ্জামানসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আগামীকাল রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, সরকার কামারুজ্জামানকে হত্যার ষড়যন্ত্র করছে। তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে, নিজেদের দলীয় লোকদের দ্বারা মিথ্যা স্বাক্ষ্য প্রদান করে তাকে মুত্যুদন্ডে দন্ডিত করার ব্যবস্থা করেছে। সরকার একে একে জামায়াত নেতৃবৃন্দকে হত্যার যে পরিকল্পনা নিয়েছে সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার অস্থির হয়ে পড়েছে। আইন, আদালত ও সংবিধানের তোয়াক্কা না করে ফাঁসি কার্যকরের নামে কামারুজ্জামানকে হত্যা করার জন্য সরকার বেসামাল হয়ে পড়েছে। সরকারের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এমনেষ্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি ফাঁসির দ- স্থগিতের আহ্বান জানিয়েছেন।