ঢাকা; হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যাত্রীর সঙ্গে আনা সাড়ে তিন কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকালে সাড়ে ১০ টার দিকে মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রী বেলাল বিমানবন্দরের গ্রীন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে তার কথায় সন্দেহ হলে বিদেশ থেকে নিয়ে আসা তার মাইক্রোওভেন খুলে ভিতরে অভিনব পদ্ধতিতে লুকানো ট্রান্সফরমার ভেঙ্গে ৬৫ টি সিলভার কালারের পাত পাওয়া যায়। এগুলো ঘষে স্বর্ণের বার বলে প্রমাণ হয়। ওই স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা। বেলালের গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজী থানার আমজাদ হাট এলাকায়। মাইক্রোওভেনে করে স্বর্ণ আনার ঘটনা এটিই প্রথম। এর আগে নানা অভিনব কায়দায় স্বর্ণ আনার ঘটনা ঘটে।