এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভিন্ন সরকারি দপ্তরের সেবা পেতে হয়রানি বা দুর্নীতির বিষয়ে অফিসারদের সঙ্গে সাধারণ মানুষের গণশুনানি (২৭ ফেব্রুয়ারি) সোমবার উপজেলা চত্বরে অনুষ্ঠিত হবে।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক কমিশনার নাসির উদ্দিন আহম্মেদ। দুদকের একটি পর্যবেক্ষণ টিম উপজেলার বিভিন্ন অফিসের দুর্নীতি ও হয়রানি তথ্য সংগ্রহ করা শুরু করেছেন। প্রতিটি অফিসের সামনে অভিযোগ বাক্স বসানো হয়েছে। পাটগ্রাম উপজেলার ১০টি অফিস উপজেলা ভূমি, সেটেলমেন্ট, সাব-রেজিস্ট্রি, বিদ্যুৎ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, হিসাব রক্ষণ, প্রকল্প বাস্তবায়ন, সমবায়, সমাজসেবা এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসে সেবা নিতে আসা জনসাধারণকে যে কোনো প্রকার হয়রানি বা দুর্নীতির অভিযোগ দিতে ইতোমধ্যে উপজেলা জুড়ে মাইকিং, পোস্টারিং ও লিফলেট বিতরণ করেছে দুদক।