বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি; বাহুবলে দুই শিশু হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকালে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলো বাহুবল উপজেলার যশপাল গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুল আলী, মারফত আলীর ছেলে সায়েদ আলী ও আব্দুল মালেকের ছেলে আরজু মিয়া। এর মাঝে আব্দুল আলী ছাড়া বাকি দুইজন পলাতক রয়েছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৮ই আগস্ট ওই গ্রামের সিদ্দিক আলীর দুই ছেলে নূরুজ আলী ও আহাদ আলীকে বিয়েতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় ৩ আসামি। পরদিন পার্শ্ববর্তী তিতাকোণা গ্রামের ধান ক্ষেত থেকে তাদের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুদের পিতা সিদ্দিক আলী বাদি হয়ে ৩ জনের বিরুদ্ধে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি আব্দুল আলীকে গ্রেপ্তার করে পুলিশ। সে হত্যাকান্ডের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দেয়। সিদ্দিক আলীর কাছে আব্দুল আলীর টাকা পাওনা ছিল। এ টাকার জন্যই শিশুদের হত্যা করা হয়েছে বলে সে জানায়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।