সিলেটে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কিশোর নিহত

Slider সিলেট

55212_map

 

সিলেট; আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। আজ রোববার সকালে নবগঠিত ওসমানীনগর উপজেলায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম সাইফুল ইসলাম (১৭)। সে ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের উত্তরকালনীচর এলাকার বাসিন্দা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগমী ৬ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান ও বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান চৌধুরীর (জগলু চৌধুরী) সমর্থকেরা সকালে মিছিল বের করে। মহাসড়কে দুই মিছিল মুখোমুখি অবস্থানে আসে। দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্বিত-া শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে সাইফুল নিহত হয়। সে আতাউর রহমানের সমর্থকদের মিছিলে ছিল। এছাড়া সংঘর্ষে দুই পক্ষের ১৫ জন আহত হয়েছে। এ ঘটনার পর উপজেলার তাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে তা তুলে নেওয়া হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী জানান, এ ঘটনায় আতাউরের সমর্থকেরা আক্তারুজ্জামানের সমর্থকদের দায়ী করে বেলা একটা থেকে তাজপুরের কদমতলা এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে। বেলা দুইটার একটু পরে অবরোধ তুলে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *