ডি ভিলিয়ার্সে রেকর্ডবুক ওলট-পালট

Slider খেলা

index

 

 

 

 

 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে রেকর্ডবুক ওলট-পালট করে দিলেন এবি ডি ভিলিয়ার্স। ওয়েলিংটনে আজ তার ৮৫ রানে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করেছে ৮ উইকেটে ২৭১ রান। এতে ডি ভিলিয়ার্স ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৯০০০ রানের মাইলফলক স্পর্শের রেকর্ড গড়লেন। এর আগে দ্রুততম ২২৮ ইনিংসে এই মাইলফলক স্পর্শের রেকর্ড ছিল ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। তবে তাকে টপকে ভিলিয়ার্স ২০৫ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করলেন। দক্ষিণ আফ্রিকার এ ব্যাটসম্যানের ওয়ানডেতে মোট রান এখন ৯০৮০। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৯০০০ রান করলেন এবি ডি ভিলিয়ার্স। এর আগে একমাত্র জ্যাক ক্যালিস (২৪২ ইনিংসে) এই মাইলফলক স্পর্শ করেন। বিশ্বের ১৮তম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ৯০০০ এর বেশি রান করলেন ভিলিয়ার্স। এদের মধ্যে সবচেয়ে ব্যাটিং গড় বেশি তার। ভিলিয়ার্স ৫৩.৮৯ গড়ে এই রান করেছেন। এই তালিকায় একমাত্র মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং গড় ৫০ এর ওপরে (৫০.৯৫)। বাকি ১৬ ব্যাটসম্যানের ব্যাটিং গড় ৪৫ এর নিচে। ডি ভিলিয়ার্স ৯০০০ রান করেছেন ৯০০৫ বলের মোকাবিলায়। এখানেও তিনি সবার ওপরে। এর আগে সর্বনিম্ন ৯৩২৮ বলে এই মাইলফল স্পর্শের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের। ৯০০০ রানের পথে ডি ভিলিয়ার্স ২৪ সেঞ্চুরি করেছেন। এই মাইলফলক স্পর্শের সময় তারচেয়ে বেশি সেঞ্চুরি ছিল একমাত্র শচীন টেন্ডুলকারের। ভারতের সাবেক এ ব্যাটসম্যান ২৫ সেঞ্চুরিতে করেন ৯০০০ রান। ওয়ানডেতে ভিলিয়ার্সের ছক্কা এখন ১৮৯টি। ৯০০০ রান করার পথে তারচেয়ে বেশি ছক্কা আছে মাত্র দুই খেলোয়াড়ের। ক্রিস গেইল ২২৯ ও মহেন্দ্র সিং ধোনি হাঁকান ১৯৬ ছক্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *