ঢাকা; সুপ্রিম কোর্ট চত্বরে স্থাপন করা গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণের দাবিতে হেফাজতে ইসলাম শুক্রবার রাজধানীতে বিক্ষোভ করেছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে জুমার নামাজের পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হেফাজত নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্যটি অপসারণ করা না হলে শাপলা চত্বরের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সমাবেশে সংগঠনের নেতা নুর হোসেন কাশেমিসহ নগর হেফাজতের নেতারা বক্তব্য রাখেন। সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবি জানিয়ে নেতারা বলেন, সুপ্রিম কোর্ট সবার প্রতিষ্ঠান। কাজেই সেখানে এরকম মূর্তি স্থাপন করা যাবে না। হেফাজত নেতারা বলেন, মূর্তি অপসারণের দাবিতে তাদের কর্মসূচি শুরু হলো মাত্র। সমাবেশে শেষে বায়তুল মোকাররমের সামনের সড়কে পুলিশ পাহারায় একটি মিছিল করেন নেতাকর্মীরা।