ঢাকা; প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে নানা অশালীন তথ্য প্রচার করা হচ্ছে অভিযোগ করে রাজধানীর ধানমন্ডি থানায় সাধারণ ডায়রি (ডিজি) করা হয়েছে।
মেহের আফরোজ শাওন নিজে বাদি হয়ে শুক্রবার সন্ধ্যায় বান্টি মীর নামে এক ব্যক্তির বিরুদ্ধে জিডি করেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জিডির বিষয়ে নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ প্রসঙ্গে শাওন সাংবাদিকদের বলেন, গত দুই-তিন দিন ধরে বান্টি মীর নামে এক ব্যক্তি আমার ও আমার মায়ের সম্পর্কে অশালীন বক্তব্য প্রচার করে যাচ্ছেন। ফেসবুক ভিডিও লাইভের মাধ্যমেও তিনি আমার বিরুদ্ধে মিথ্যে গল্প ছড়াচ্ছেন। এমনকি আমাকে জীবন নাশেরও হুমকি দিয়েছেন। এগুলো আমার জন্য বিব্রতকর এবং আতঙ্কের বিষয়। বান্টি মীর নামে কারও সঙ্গে আমার কখনও কোনও পরিচয় ছিল না। তিনি এই ব্যক্তি সম্পর্কে জানেনও না। ভিডিও লাইভের মাধ্যমে যেসব কথা তিনি শাওনের বিরুদ্ধে প্রচার করে আসছেন সেসবের কোনও সত্যতা নেই বলে দাবি করেন শাওন।