তোমার জন্য,
——————–কোহিনূর আক্তার,
সমস্ত ভালো বাসা লুকিয়ে আছে
তোমার জন্য
আমার যা চাওয়া সব কিছু তে তুমি।
আমার জন্ম থেকেই আমি অপেক্ষা করছি
শুধু তোমার জন্য,
তুমি আমার জীবন তরীর মনো মাঝি ,
তোমাকে না ভাবলে কাটে না কোন দিন আজি।
সব ছেড়ে ধরেছি তোমার অনন্ত তৃপ্ত পূর্ণ দু হাত ,
তবে কেনো নীলিমার ঐ নীলা
ভাসমান মেঘের মত ব্যাকুল এ বাঁধন ?
কখন যে খুলে যাবে সেও তো জানি সারাক্ষণ ।
কাঁপছে হৃদয় তোমাকে হারাবার ভয় ,
কত ছিল বাসনা , গভীর করে থাকবো দুজনা ।
তুমি ছাড়া সব যেন আমার তুচ্ছ জ্বালা,
তোমার হাসির জন্য কষ্টের হৃদয়টাকে লাল করেছি।
তোমার সুখের জন্য আমি জারজ সেজেছি,
তোমার জন্য আমি কষ্টের দীঘিটা
ডুবে পার হয়েছি শুধু শুধু তোমার জন্য ,
আজও আমি অপেক্ষাকে হার মানিয়েছি
তাও তোমার জন্য,,,,,,,,। ২৩/২/১৭