সিলেট আসছেন সংস্কৃতি মন্ত্রী বেঙ্গল সাংস্কৃতিক উৎসবে যোগ দিতে

Slider সিলেট

IMG_20170222_132018

সিলেট প্রতিনিধি :: বাঙালি সংস্কৃতির নানা কৌণিক দিক প্রতিফলিত করার প্রয়াসে ‘মানবিক সাধনায়’ স্লোগানে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে এ সংস্কৃতি উৎসবের।

সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আজ থেকে শুরু হওয়া দশ দিনব্যাপী উৎসব চলবে ৩ মার্চ পর্যন্ত।

এদিকে, বেঙ্গলের এই উৎসবে যোগ দিতে সিলেট আসছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি আজ বুধবার বেলা ২টা ১০ মিনিটের সময় বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

সেখান থেকে তিনি সরাসরি খাদিম নগরস্থ নাজিমগড় রিসোর্টে গিয়ে অবস্থান করবেন।

রাত আটটায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মাঠে আয়োজিত সংস্কৃতি উৎসবের অতিথি হিসেবে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে পুনরায় নাজিমগড় রিসোর্টে যাবেন। এবং সেখানেই রাত্রীযাপন করবেন।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

সিলেট জেলা প্রশাসনের পাঠানো সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অফিসার মো. আহমদ কুতবুদ দ্বীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *