এই একুশ কারা ,
———————–কোহিনূর আক্তার,
একুশ কারা, কাদের কে নিয়ে জন্মেছে একুশ ?
তারা কি আজ ও আছে বেঁচে ?
এটা আমরা ভুলে গেছি ,
অথচ আমরা একুশের শ্রেষ্ঠ -(গান আমরা তোমাদের ভুলবো না )
১৯৫২সালের ভাষা আন্দোলনের যারা
এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে,
তাদের বংশধর আজ কি অবস্থায় আছে
তা আমাদের বোধগম্য নয় বলেই আমি মনে করি।
২১ শে ফেব্রুয়ারি এলেই সহীদ মিনার ডুবে যায় ফুলে ।
কেউ কি খোঁজ রাখে সেই পরিবার গুলির ?
না রাখে না , লক্ষ্য লক্ষ্য টাকার ফুল
না কিনে কিছু টাকা তার পরিবারের জন্য খরচ করি
এমন মহৎ মনোভাব কি কারো আছে বলেন ?
আমি ও আছি তাদের পাশে যারা এই মহত্ত্ব দেখাতে চান ।
এমন একটি ভাষা সাহীদ পরিবারের কথা জেনেছি যে ,
তারা অন্যের বাসা থেকে খাবারে পানি এনে খায় ,
তা কি আমরা জানি ?
বাংলা ভাষা যদি এতই গর্বের ত্যাগী ভাষা
তবে কেনো ইংরেজি ভাষা বলে
নিজের সন্মান বাড়াতে পছন্দ করি ?
২২/২/১৭