স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, জাতীয় এবং আর্ন্তজাতিক ভাবে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে।
মন্ত্রী বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কাউলতিয়া ইউনিয়নের খলিশা বর্থা এলাকার তুরাগ নদীর উপর প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৯৯ মিটার ব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে তুরাগ তীরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সকল প্রকার ষড়যন্ত্রকে উপেক্ষা করে দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। এভাবে সকলের সহযোগিতায় উন্নয়ন অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন মন্ত্রী।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ রহমত আলী এমপি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি, কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাছিম কবির, এলজিইডি ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ শরফুল আনাম খান, এলজিইডি গাজীপুর জেলার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা, আতা উল্লাহ মন্ডল প্রমুখ।
বক্তরা বলেন, ব্রীজটি তৈরি করা হলে গাজীপুর সদর উপজেলার খলিশা বর্থা হয়ে মাষ্টার বাড়ী দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাথে এবং কালিয়াকৈর উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাথে সংযোগ সৃষ্টি হবে। ফলে অতি অল্প-সময়ের মধ্যে যানজট মুক্ত অবস্থায় কালিয়াকৈর উপজেলা সদর থেকে গাজীপুর সদরের যোগাযোগের সেতু বন্ধন সৃষ্টি হবে। পরে স্থানীয় বাউল শিল্পী আব্বাস আলী ও তার দল কবি গান পরিবেশন করে।