এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতায় ইউনিয়নে মৃত গরুর পঁচা মাংস বিক্রির অপরাধে দুই কসাইকে দেড় বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা দিয়েছেন ভ্রম্যমান আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন, হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের মৃতঃ আব্দুল ওহাব এর পুত্র আঃ আলিম (৩৬), ও পূর্ব সারডুবী গ্রামের মোক্তার আলীর পুত্র মোকছেদ আলী (৪০) আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বড়খাতা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামান সোহেল বাজারে গিয়ে দুই মাংস বিক্রেতাকে হাতে নাতে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আজিজুর রহমান, দুই কসাইয়ের দেড় বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন এবং ২৫ হাজার টাকা করে জরিমানা করেন।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানায়, আজ মঙ্গলবার দুপুরে তাদের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।