প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বরিশাল বিভাগীয় ব্যুরোচীফ : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার প্রতিনিধিত্বশীল সংগঠন কন্ঠশৈলীর দুই দিন ( ২০ ফেব্রুয়ারি ও ২১ ফেব্রুয়ারি) ব্যাপী আয়োজনে অমর একুশে বইমেলা, কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন, প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সোমবার বিকাল ৩ টা ১৫ মিনিটে সময়ের জনপ্রিয় অনলাইন দৈনিক গ্রাম বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর বরিশাল বিভাগীয় ব্যুরোচীফ প্রাণকৃষ্ণ বিশ্বাসের চতুর্থ কাব্যগ্রন্থ ‘ স্বপ্ন ছুঁয়ে যাই’ এর মোড়ক রাজাপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে উন্মোচিত হয়েছে। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শৈলেন্দ্র নারায়ণ চক্রবর্তীর সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন খ্যাতিমান কবি ও শিক্ষাবিদ অধ্যাপক সচীন কুমার রায়, অধ্যক্ষ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল, প্রধান অতিথি ছিলেন রাজাপুরের সফল শিক্ষা উদ্যোক্তা অধ্যক্ষ মো: মনিরউজ্জামান মনির, চেয়ারম্যান, রাজাপুর উপজেলা পরিষদ, রাজাপুর, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জনাব আফরোজা বেগম পারুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজাপুর, ঝালকাঠি, জনাব মো: মুনীর – উল – গীয়াস, অফিসার ইন চার্জ, রাজাপুর থানা, রাজাপুর ঝালকাঠি, প্রবীন সাংবাদিক জনাব আব্দুল বারেক ফরাজী, সভাপতি, রাজাপুর প্রেসক্লাব, রাজাপুর, ঝালকাঠি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি মাহমুদা খানম, নাজনীন পাখী, অধ্যাপক জহির উদ্দিন মো: বাবর, প্রাবন্ধিক আব্দুল্লাহ আল মামুন বাবু মৃধা, কবি জাকির হোসেন, কবি অনিল কৃষ্ণ সানা, কবি মোর্শেদা রূমা প্রমুখ। অতিথিবৃন্দ এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং কন্ঠশৈলীর আয়োজন সার্থক ও সাফল্যমণ্ডিত হয়েছে বলেও উল্লেখ করেন।