নীলফামারী : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-বিএইউএসটি, সৈয়দপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। দিবসটির প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইমামুল হুদা, পিএসসি (অবঃ) বিএইউএসটির সকল শিক্ষকদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর এমপিই অনুষদের ডীন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, বিএসএস অনুষদের ডীন স্ব স্ব অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদ মিনারে রেজিষ্ট্রার তার দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরেই প্রক্টরের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তারপর ছাত্র-কল্যাণ উপদেষ্টা, আব্বাস উদ্দিন আহমেদ হলের প্রভোষ্ট, বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোষ্টের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিএইউএসটির বিভিন্ন সংগঠন ও সোসাইটির পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সূর্যদোয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ১০ টায় বিএইউএসটির সেমিনার হলে আলোচনা অনুষ্ঠান ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা সহ সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেন।