মাতৃভাষার মানে
—–মোঃ সামিউল আলম
মাতৃভাষা মাতৃভাষা মাতৃভাষা
মাতৃভাষার মানে কি ?
মাতৃভাষার মানে মোরা আজও
বুঝতে পেরেছি কি ?
মাতৃভাষা মানে কি আজ
ভাষা নিয়ে খেলা ?
রাজনীতির চাপায় পড়ে
মিথ্যে কথা বলা ?
মাতৃভাষা মানে কি আজ
মিথ্যার আঘাতে ক্ষত ?
সত্য কথা বললে আরো
লাশ পড়বে কত ?
মাতৃভাষা মানে-
মায়ের কোলে ঘুম পাড়ানি খোকা,
মাতৃভাষা মানে-
সত্য বলা নয়কো কোন ধোকা।
মাতৃভাষা মানে-
মুক্ত পাখি ডানা মেলে ওড়া,
মাতৃভাষা মানে-
রক্তে লেখা লাল-সবুজের ছড়া।
মাতৃভাষা মানে-
ভাষা শহীদদের ফিরে ফিরে দেখা,
মাতৃভাষা মানে-
বায়ান্নর সেই অমর কাব্য লেখা।