গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারীর গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ সকালে সুন্দরগঞ্জ ডিডব্লিউডি কলেজের সামনে এই ঘটনা ঘটে। তবে কারা ভাঙচুর করেছে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারেনি কেউ। সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, প্রয়াত এমপি লিটনের কুলখানী ও পারিবারিক কারণে আফরোজা বারী গত রাতে ঢাকা থেকে সুন্দরগঞ্জের বামনডাংগার পৈত্রিক বাড়িতে আসেন। আজ সকালে তিনি সুন্দরগঞ্জ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের পর সুন্দরগঞ্জ ডিডব্লিউডি কলেজের সামনে গাড়ি রেখে কলেজের অধ্যক্ষের কক্ষে কথা বলছিলেন। এসময় দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালিয়ে পেছনের কাচসহ লুকিং গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়। চিৎকার শুনে বাহিরে এসে দেখেন তার গাড়ির এই অবস্থা। পরে পুলিশ ও লোকজনের সহযোগিতায় সুন্দরগঞ্জ থেকে গাড়ি নিয়ে বাড়িতে পৌছান। এমপি লিটন হত্যাকান্ডের পর তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেননি। এমপি লিটন হত্যা মামলার বাদী তার ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী বলেন, হামলাকারীদের চিহ্নিত করা গেছে। খুব তাড়াতাড়ি মামলা করা হবে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে। থানার ওসিকে জানানো হয়েছে। তিনি আসলেই মামলার কাজ সম্পন্ন করা হবে। পুলিশ জানায়, কারা হামলা করেছে বা গাড়ি ভাংচুর করেছে তা তদন্তে বেড়িয়ে আসবে। এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।